সালমা-রুমানাকে আনুষ্ঠানিক বিদায়ের প্রস্তাব

2

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের নারী ক্রিকেটের শুরু থেকেই ছিলেন সালমা খাতুন ও রুমানা আক্তার। সবমিলিয়েই দেশের ক্রিকেটের অন্যতম বড় সাফল্য এসেছিল তাদের হাত ধরে। ২০১৮ সালে সালমার নেতৃত্বে এশিয়া কাপ জেতে বাংলাদেশ। কিন্তু এখন সময় বদলে গেছে।
গত বছরের জুলাইয়ে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সালমা। রুমানাও দলে নিয়মিত নন। এ অবস্থায় দেশের নারী ক্রিকেটের এই পরিচিত দুই মুখের ভবিষ্যৎ নিয়ে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘সালমা-রুমানার ব্যাপারটা হলো, বোর্ডের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। ওরা যদি শেষ খেলাটা খেলতে চায়, ওদের স্বাগত জানাবো। একটা ম্যাচ খেলিয়ে ওদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে পারবো।’