সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ঢাকায় আটক

6

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে সংঘর্ষে জড়ানোর পর নুরুল আজিম রনি আলোচিত হন। তিনি ঢাকায় হাসপাতালে আহত ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনে বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন। তিনি ছাত্র আন্দোলনের প্রকাশ্যে গুলি ছুঁড়েন বলে অভিযোগ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে লিখেন, নুরুল আজিম রনি বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।