সাধারণ শিক্ষার্থীদের সব দাবি সরকার মেনে নিয়েছে

5

পটিয়া প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, এমপি বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের সব দাবি সরকার মেনে নিয়েছেন। এরপরও ছাত্রদের ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে চলছে। বিএনপি-জামাত শিক্ষার্থীদের আন্দোলনকে হাতিয়ার হিসেবে নিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে। বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডাররা মেট্রোরেল, বিটিভিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে। পটিয়াতে বিএনপি-জামায়াত শিবিরের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। গতকাল বুধবার বিকেলে দেশব্যাপি বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়া আওয়ামী সুপার মার্কেট চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এন.এ নাছিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পটিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, সাবেক যুবনেতা ডিএম জমির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রজ্ঞাজ্যতি বড়ুয়া লিটন, কচুয়াই ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা এসএম ইনজামুল হক জসিম, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক আল্লই, নাছির উদ্দীন (পদ্মা), কাউন্সিলর গোফরান রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ্ (পলাশ), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মন্জুরুল আলম, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন (রাসেল), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ বেলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, কার্যনির্বাহী কমিটির সদস্য কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল, গিয়াস উদ্দীন আজাদ, শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, জসিম উদ্দীন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস আক্তার, ইয়াছমিন আক্তার চৌধুরী, মফিজুর রহমান, মাহাবুবুর আলম, আমির হোসেন আমু, শাহেদ উদ্দীন সুমন, সনজিব দাশ, আমির খসরু, প্রণব দাশ, গাফফারুল বশর (মনু), হারুনুর রশীদ, মোঃ সোহেল, যুবলীগ নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আমান উল্লাহ আমিরী, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক তালুকদার, শ্রমিক লীগ নেতা রফিক হাসান, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল ইসলাম, যুবলীগ নেতা ইকবালুর রহমান ওপেল, নাজিম উদ্দীন নাজু, মোজাম্মেল হক মাজু, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মনজুর মোরশেদ, সাব্বির আহমেদ, জিয়াউল হক রুবেল প্রমুখ।