সাতকানিয়া থানায় ৫ অস্ত্র জমা

2

সাতকানিয়া প্রতিনিধি

দেশব্যাপী শুরু হওয়া যৌথবাহিনীর অভিযানের আগে সারাদেশে লাইসেন্সধারী অস্ত্র ও গুলি জমা দেওয়ার নির্দিষ্ট সময় শেষ হয়েছে গত ৩ সেপ্টেম্বর রাত ১২টায়। এ সময়ের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানায় অস্ত্র জমা পড়েছে মোট ৫টি অস্ত্র ও ৩০ রাউন্ড গুলি।
জানা গেছে, জমাকৃত অস্ত্রের মধ্যে এক নলা বন্দুক (এসবিবিএল) ৪টি ও ১টি শর্টগান রয়েছে। আর গুলির মধ্যে ২৬ রাউন্ড বন্দুকের ও ৪ রাউন্ড শর্টগানের গুলি।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আতাউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব অস্ত্র ও গুলি জমা দেওয়া হয়নি, তা সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী অবৈধ বলে বিবেচিত হবে। আমরা যৌথবাহিনী সব ধরনের অস্ত্র উদ্ধারে অভিযান চালাবো।