সাড়ে ১২ ডলার দরে আসছে এক কার্গো এলএনজি

13

পূর্বদেশ ডেস্ক

সপ্তাহের ব্যবধানে ইউনিট প্রতি এক ডলার কম দামে এক কার্গো এলএনজি কিনতে যাচ্ছে সরকার। গতকাল বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিউ ১২ দশমিক ৫৮ ডালার মূল্যে এক কার্গো এলএনজি কেনার এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদ হোসাইন খান বলেন, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস এই এলএনজি সরবরাহ করবে।মোট খরচ হবে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকা। খবর বিডিনিউজের।
গত সপ্তাহে প্রতি ইউনিট ১৩ দশমিক ৫৫ ডলার করে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল, যাতে ভ্যাট-ট্যাক্সসহ খরচ পড়ে ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা। এবারের কেনাকাটায় ইউনিটপ্রতি এক ডলার সাশ্রয়ের মাধ্যমে সরকারের খরচ কমেছে ২৫ কোটি ৭১ লাখ টাকা।