সাউদার্ন ইউনিভার্সিটির ৩৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

1

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩৫তম অর্থ কমিটির সভা গত শনিবার সন্ধ্যায় স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অর্থ কমিটি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস-চেয়ারম্যান শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক ড. সালেহ জহুর, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, মো. মর্তুজা ইসলাম জোহানজেব তারেক সহ হিসাব শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সার্বিক কার্যবিবরণী উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন কোষাধ্যক্ষ।
আলোচনায় ৩৪তম অর্থ কমিটির সভার গৃহিত পদক্ষেপ ও প্রস্তাবনা নিশ্চিতকরণ, ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পর্যালোচনা, ২৫ কোটি টাকার বাজেট প্রস্তাব, রাজস্বের জন্য ১৮ কোটি টাকা এবং উন্নয়নের জন্য ৭ কোটি টাকার প্রস্তাব, শিক্ষার্থীদের আর্থিক সুবিধা প্রদানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থী, ভাইবোন বা একই পরিবারের একের অধিক সদস্য, প্রতিরক্ষা কর্মী, খেলোয়াড় এবং শিক্ষায় অসামান্য কৃতিত্ব বজায় রাখার জন্য বিশেষ আর্থিক সহায়তা অনুমোদন করা হয়। শিক্ষক ও কর্মচারীদের জন্য ভর্তুকিতে দুপুরের খাবার ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের আয় বৃদ্ধিকরণ, নতুন উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি খলিলুর রহমান। বিজ্ঞপ্তি