সাংবাদিক পরিবারে চাঁদা দাবি-মারধরের ঘটনায় মামলা

4

রাউজান প্রতিনিধি

রাউজানের ডোমখালী গ্রামের সাংবাদিক আবু মনছুরের ঘরে ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেছেন সাংবাদিকের সৎমা পারভীন আকতার। মামলায় বাদিকে মারধরের অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি রুজু করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ আগস্ট রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের মৃত নুরুল হক মিস্ত্রির ছেলে আবু সাঈদ (৪৫), আবু তাহের (৫৫), আবু জাহেদ (৪২), একই উপজেলার সুলতানপুরের মো. হাসানের পুত্র রজব আলী রাজু (৩৫) সহ ৮/১০ জন সন্ত্রাসী সাংবাদিক আবু মনছুরের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা সাংবাদিকের সৎমা পারভীন আকতারকে মারধর করে, বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় প্রাথমিকভাবে রাউজান থানায় অভিযোগ করলেও সুরহা না পেয়ে আদালতে মামলা করেছেন বলে আবু মনছুর জানান। উল্লেখ্য, আবু মনছুর গণঅধিকার নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও মানবাধিকার কর্মী।