সাংগঠনিক দক্ষতায় এক মৌসুম পরেই ফের প্রিমিয়ার লিগে রাইজিং জুনিয়র

4

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী দল বলতে প্রথমেই নাম আসে রাইজিং স্টার ক্লাবের। তাদেরকে বলা হত খেলোয়াড় তৈরির কারখানা। চট্টগ্রাম কলেজের মাঠে (প্যারেড) রাইজিং স্টার ক্লাবের অনুশীলন থেকে সৃষ্টি হয়েছে অগণিত ফুটবল আর ক্রিকেট তারকা। এদের মধ্যে অনেকেই এখন খেলোয়াড়ী জীবন থেকে বিদায় নিয়ে দুর্দান্ত সংগঠক।
কিংবদন্তী আবদুস শুক্কুর চৌধুরী পরপারে পাড়ি জমালেও তার শিষ্য নজরুল ইসলাম লেদু বা তাহেরুল আলম চৌধুরী স্বপনরা জাতীয় পর্যায়ের সংগঠক। আর রাইজিং স্টারের হাল ধরেছেন কৃতি ফুটবলার মোহাম্মদ শাহজাহান বা সাবেক এমপি নোমান আল মাহমুদ। এর মধ্যে খান্দানি ব্যবসার বাইরে মোহাং শাহজাহান পুরো সময়টাই ব্যয় করেন নিজের ক্লাব (রাইজিং স্টার) ও সিজেকেএস’র জন্য।
বলা যায় একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক শাহজাহানের হাত ধরেই চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে এক অনন্য নাম এখন রাইজিং স্টার।
জন্মের পর থেকেই গত ৬ দশক ধরে চট্টগ্রাম সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে দাপটের সাথেই খেলে আসছে রাইজিং স্টার। তাদের সাংগঠনিক দক্ষতার সুবাদে ফিডিং ক্লাব রাইজিং স্টার জুনিয়রও চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ২০২২-২৩ মওসুমে প্রিমিয়ারে উঠে গত মওসুমে প্রথম বিভাগে অবনমিত হলেও ঠিক পরের মওসুমেই এবার আবারো প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে রাইজিং জুনিয়র। ব্যবসায়ী বিজয় কিশান ও জাহেদুল হক, ক্লাবের সোনালী যুগের খেলোয়াড় সাধন, শহীদদের পাশাপাশি ক্রিকেট অন্ত:প্রাণ আবুল হাসেম রাজা, তরুণ সাহেদ সাকি, ইঞ্জিনিয়ার আরিফদের সমন্বয়ে অসাধারণ টিমওয়ার্ক দেখিয়েছেন রাইজিং স্টার সাধারণ সম্পাদক মোহাং শাহজাহান। সাংগঠনিক সাফল্যের ধারাবাহিকতায় রাইজিং জুনিয়র আগামী মওসুমে পূর্বসূরি রাইজিং স্টারের সাথে আবারো সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলবে রাইজিং জুনিয়র।
এদিকে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪ এর শেষ ম্যাচ রাইজিং স্টার (জুনিয়র) বনাম শতাব্দী গোষ্ঠীর মধ্যকার সুপার ফোরের শেষ খেলাটি গতকাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় উভয় দল ১-১ পয়েন্ট লাভ করে। ফলে রাইজিং স্টার (জুনিয়র) সর্বোচ্চ পয়েন্ট পেয়ে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৪ মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় শতাব্দী গোষ্ঠী।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সিজেকেএস ক্রিকেট কমিটির চেয়ারম্যান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান এবং রানার আপ ট্রফি তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর মহাব্যবস্থাপক মো: শহীদুল ইসলাম। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক এ কে এম আব্দুল হান্নান আকবর। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আলী আব্বাস।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম ও অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, মোহাং শাহজাহান, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আকতারুজ্জামান, মো: এনামুল হক, সিজেকেএস কাউন্সিলর প্রবীণ কুমার ঘোষ, মো: আবুল হাসেম রাজা, ওয়াসিম কামাল রাজা, মো: আরিফসহ কনফিডেন্স সিমেন্ট লি: এর কর্মকর্তাবৃন্দ ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।