সর্বশেষ ধাপে আবেদন শুরু ১১ আগস্ট

2

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ৪র্থ ও সর্বশেষ ধাপের আবেদন আগামী ১১ আগস্ট রবিবার থেকে আবেদন শুরু হবে। আবেদন চলবে ১৪ আগস্ট পর্যন্ত। আগে আবেদন করেনি অথবা আবেদন করে কলেজ পায়নি এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। একইসাথে কলেজ পেয়ে ভর্তি নিশ্চায়ন করেনি এমন শিক্ষার্থীও সর্বশেষ ধাপে আবেদন করতে পারবেন। গতকাল মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবেদনে ফল প্রকাশ হবে ১৭ আগস্ট এবং কলেজ নিশ্চায়ন শেষে ২০ আগস্ট ভর্তি কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষে পুনরায় (সর্বশেষ) ৪র্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ০৫ (পাঁচ) টি এবং সর্বোচ্চ ১০ (দশ) টি কলেজে আবেদন করতে হবে।