সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

3

রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গত শনিবার মাদ্রাসার অডিটোরিয়াম এর হলরুমে সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক ও বিশিষ্ট সংগঠক আলিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. এস এম আবুল ফজল, বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহসভাপতি এমদাদুল হক খোকন, মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মারফতুন নুর আলকাদেরী, উপাধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন রেজবী, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম মাসুদ, ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন) সাংগঠনিক সম্পাদক আবদুল করিম চৌধুরী, নির্বাহী সদস্য আবু নাঈম। বিজ্ঞপ্তি