সমাজসেবী বীণা দে’র মৃত্যুবার্ষিকী পালিত

8

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে তবলা প্রশিক্ষক ও শিল্পী বীনা রাণী দে এর ২য় মৃত্যৃবার্ষিকীর স্মরণ গত ২৭ শে মে সন্ধ্যায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি শিক্ষক বিজয় শংকর চৌধুরী। এতে প্রধাান আলোচক ছিলেন লেখক মোঃ কামাল উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের সঞ্চালনায় এতে আলোচনা, কবিতা আবৃত্তি ও গানে অংশ নেন অধ্যাপিকা জান্নাতুন নুর তানিয়া, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার লায়ন সুজিত কুমার দাশ, লেখক গবেষক জামশেদ উদ্দীন, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, দক্ষিণজেলা আওয়ামীলীগনেতা শহীদুল ইসলাম পিন্টু, প্রবীণ সংগঠক প্রণবরাজ বড়ুয়া, যুবলীগনেতা আবুল কালাম আজাদ, রাজনীতিক স্বপন সেন, যুব সংগঠক শাহ আলম সিকদার, কবি ও আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, কবি মনজুর আলম, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, তবলা প্রশিক্ষক কানু রাম দে, সংস্কৃতিকর্মী নিলয় দে,সবুজ চৌধুরী রকি, মোঃ তিতাস, মোঃ জাফর, মীর বরকত হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন রাউজান শিল্পকলা একাডেমীর তবলা প্রশিক্ষক বীণা রানী দে একজন মহৎ প্রাণ মাতা ছিলেন। তিনি নিজের সন্তানদের সুশিক্ষিত করার পাশাপাশি মানুেেষর কল্যাণেও নিজের সাধ্যানুযায়ী কাজ করে গেছেন। একজন নির্মোহ সাদামনের মানুষ হিসবের বীণা রানী দে আমৃত্যু সমাজের জন্য কাজ করে গেছেন। আজ তার প্রতিটি সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে নানান পেশায় প্রতিষ্ঠিত হয়ে নিজ নিজ কাজ করে যাচ্ছে।