সবুজবেষ্টিত অঞ্চলকে গ্রিন জোন ঘোষণা দাবি

1

টাইগারপাসে দেশের একমাত্র দ্বিতল সড়কের ওপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিল ও সিডিএ’র এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন। এর পাশাপাশি নগরীর পাহাড়, নদী, খাল, জলাশয়, বন, মাঠ, জীববৈচিত্র্য, প্রাণ-প্রকৃতি, ন্যাচারাল হেরিটেজ সুরক্ষা ও নগরের সবুজবেষ্টিত অঞ্চলকে গ্রিন জোন ঘোষণার দাবি জানানো হয়েছে। গত শনিবার নগরীর টাইগারপাস মোড়ে নাগরিক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ৩ শতাধিক নগরবাসীর উপস্থিতিতে সংগঠনটির দাবি ও ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করা হয়। সংগঠক ডা. মনজুরুল করিম বিপ্রবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক শফিক হায়দার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দার খান, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ইমরান বিন ইউনুস, নাট্যজন ও লেখক শিশির দত্ত, বিশিষ্ট আলোকচিত্রশিল্পী মইনুল আলম, উন্নয়ন ও সংস্কৃতি ব্যক্তিত্ব কমল সেনগুপ্ত, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, নদী গবেষক অধ্যাপক ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাসরীন আকতার, ছাত্রনেতা এম কাইছার উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি