সপ্তাহব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

1

নৃত্য হলো দেহের সঙ্গীত। হাত, পা, চোখ, কোমর, সারা দেহ নৃত্যের মধ্য দিয়ে সঞ্চালনের শৈল্পিক রূপটি প্রকাশ পায়। নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা যায়। গীতবাদ্যের ছন্দে অঙ্গভঙ্গির দ্বারা মঞ্চে চিত্রকল্প উপস্থাপনের তাল ও লয়ের সামঞ্জস্যে কোন ঘটনা ও উপলব্ধিকে প্রাণবন্ত করে তুলেন নৃত্যশিল্পীরা। চট্টগ্রামের নিবেদিত সৃজনশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের উদ্যোগে গত ২৮ জুন ২০২৪ শুক্রবার বিকেল ৫টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যালস্থ চিটাগাং হলি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক বায়োজিদ ফরায়েজীর সঞ্চালনায় সপ্তাহব্যাপী নৃত্য কর্মশালা প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ টেলিভিশন শিল্পী ও বাংলাদেশ বুলবুল একাডেমীর নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। এসময় বিশেষ অতিথি বক্তব্যে রাখেন সংগঠনের অর্থ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক ব্যবসায়ী সুভাষ দেবনাথ, স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশিল্পী সানজিদা তালুকদার। আলোচনা শেষে নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরীর নেতৃত্বে সপ্তাহব্যাপী নৃত্য কর্মশালায় অংশগ্রহণ করেন নৃত্যশিল্পীরা। বিজ্ঞপ্তি