সন্দ্বীপে বাংলাদেশ বেতার ও রেডিও ক্লাবের মতবিনিময়

4

সন্দ্বীপ প্রতিনিধি

দেশব্যাপী বিভিন্ন শ্রেণি ও পেশার শ্রোতাদের প্রত্যাশা ও চাহিদার উপর ভিত্তি করে সুপরিকল্পিতভাবে অনুষ্ঠান নির্মাণ, সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পরিপূর্ণভাবে উপস্থাপন, বাংলাদেশ বেতারের উপস্থাপনায় প্রমিত বাংলা ভাষার চর্চা, দেশের অন্যান্য রেডিও চ্যানেলগুলোর চেয়ে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের মান বৃদ্ধি, তরুণ প্রজন্মের জীবনধারাকে প্রভাবিত করতে সক্রিয় ভূমিকা পালন, রেডিও সেট ছাড়াও অন্যান্য মাধ্যম (মোবাইল, সোস্যাল মিডিয়া, অ্যাপস ইত্যাদি) ব্যবহার করে শ্রোতাদের রেডিও শুনতে উৎসাহিত করতে বা শ্রোতাদের দোরগোড়ায় কিভাবে বেতার অনুষ্ঠানকে পৌঁছে দেয়া যায় এবং বাংলাদেশ বেতার তার শ্রোতা ও শ্রোতাক্লাবের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরো নিবিড়, শক্তিশালী, গতিশীল ও প্রীতিময় করতে আর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় এ নিয়ে একটি শ্রোতা জরিপের আয়োজন করে বাংলাদেশ বেতারের লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা অনুবিভাগ। এতে সহযোগি হিসেবে শ্রোতা জরিপ পরিচালনা করছে গবেষণা প্রতিষ্ঠান সিভিক ফাউন্ডেশন। বুধবার চট্টগ্রামের স›দ্বীপ উপজেলায় জরিপ পরিচালনা করা হয়। সকালে সন্দ্বীপ প্রেসক্লাবে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সাপ উপজেলায় জরিপ পরিচালনা করা হয়। সকালে সন্দ্বীপ প্রেসক্লাবে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সন্দ্বীপ উপজেলা ইউনিট, সন্দ্বীপের সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ও শ্রোতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের উপ-আঞ্চলিক পরিচালক এ. এস. এম নাজমুল হাসান, গবেষণা প্রতিষ্ঠান সিভিক ফাউন্ডেশনের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন আঁখি, আশরাফ হোসেন মান্না, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সন্দ্বীপ উপজেলা ইউনিটের সভাপতি ও সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রহিম উল্যা, ইউনিট সহ-সভাপতি ও সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহবায়ক কাজী শামসুল আহসান খোকন, ইউনিট সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, ইউনিট সাংগঠনিক সম্পাদক ও স্বাস্থ্যকর্মী সুফিয়ান মানিক, ইউনিট সাংস্কৃতিক সম্পাদক ও শিক্ষক কবি নীলাঞ্জন বিদ্যুৎ, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সেক্রেটারি আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ প্রেস ক্লাবের সদস্য আলী হোসেন, শিশু সাহিত্যিক সাজিদ মোহন প্রমুখ। বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলোর প্রতি একজন শ্রোতার সন্তুষ্টির মাত্রা কেমন তা এই জরিপের মাধ্যমে জানার চেষ্টা করা হয়।