সনাক-টিআইবির সমাবেশ

3

সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম এর উদ্যোগে উদ্যোগে ২৯ মে পাঁচলাইশ এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা কর্তৃপক্ষ, বিদ্যালয়ের এসএমসির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ ও সনাক-টিআইবির প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত সকলকে টিআইবি এবং সনাকের প্রাথমিক শিক্ষা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কার্যক্রম এর উদ্দেশ্য, লক্ষ্য এবং বিভিন্ন কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেন টিআইবি চট্টগ্রামের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দীন।
এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ তৌহদুল ইসলামের সঞ্চলনায় সভায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়ন, বিদ্যমান সার্বিক কাঠামোগত ও অবকাঠামোগত সমস্যাবলী ও অনুকরণীয় দৃষ্টান্তসমূহ নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের এসএমসি কমিটিসমূহের কার্যকারীতা বৃদ্ধি ও সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ দায়-দায়িত্ব, মানসম্মত শিক্ষা, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের সীমানা সমস্যা সহ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহŸায়ক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে পরামর্শ প্রদান করে বক্তব্য দেন আবুল মনসুর, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রেজয়ান খান, শফিকুল ইসলাম দিলু, থানা সহকারি শিক্ষা অফিসার লিপি রাণী গোপ, থানা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল হামিদ, সনাক-সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।