শ্রীগুরুধামে জগৎগুরু শঙ্করাচার্য্য’র আবির্ভাব উৎসব উদ্যাপন

21

জগৎগুরু শ্রীশ্রী শঙ্করাচার্য্য আর্বিভাব উৎসব উদযাপন পরিষদ-চট্টগ্রাম’র উদ্যোগে আবির্ভাব উৎসব দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত ১০ মে নগরীর আন্দরকিল্লাস্থ শ্রীগুরুধামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশীর্বাণী প্রদান করেন অদ্বৈতানন্দ ব্রহ্মর্ষি মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী আত্মানন্দপুরী মহারাজ ও শ্রীগুরুধামের শ্রীমৎ স্বামী নির্বানানন্দ পুরী মহারাজ। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক মাস্টার অঞ্জন কান্তি চৌধুরীর সভাপতিত্বে ধর্মসম্মিলনে প্রধান অতিথি ছিলেন চবি রসায়ণ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. তাপসী ঘোষ রায়। প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ বক্তা ছিলেন উদ্যাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাস্টার অজিত কুমার শীল। পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সন্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগীশিক’র প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য্য, ব্যাংকার শম্ভু দাশ, কাস্টমস কর্মকর্তা স্বপন কৃষ্ণ দে, কৃষিবিদ মানিক চন্দ্র শীল, সংগঠক শিপুল কুমার দে, সংগঠক লায়ন প্রদীপ চক্রবর্তী, সমাজসেবী বনশ্রী দেবী, অ্যাড. নিরঞ্জন চৌধুরী, উপন্যাসিক দুলাল মল্লিক, মাস্টার বিজয় শংকর চৌধুরী, মাস্টার রতন কান্তি দে, ডা. স্বপন দে, কাজল কান্তি বৈদ্য, সংগঠক সবুজ চক্রবর্তী, পন্ডিত ছোটন চক্রবর্তী, পন্ডিত শিমুল চক্রবর্তী, সোহেল দাশ, মাধব চক্রবর্তী, দীপিকা সুশীল, আশুতোষ দাশ, বলরাম চক্রবর্তী, তপন ভট্টাচার্য্য, বিজন পাল, অর্জুন কুমার নাথ, পুলক ভট্টাচার্য্য সুজয় প্রমুখ। সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পীরা। চন্ডীপাঠ করেন পন্ডিত সুমন ভট্টাচার্য্য। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- শিবপূজা, আচার্য্য শঙ্কর পূজা, সমবেত বেদপাঠ, প্রসাদ আস্বাদন, লীলাকীর্ত্তন, শান্তি মন্ত্র উচ্চারণ। বিজ্ঞপ্তি