শ্রমজীবীদের মাঝে প্রয়াসের ছাতা বিতরণ

3

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে ২৪ মে বিকেলে চিটাগং বেলভিউ হসপিটাল প্রাঙ্গণে শ্রমজীবীদের রোদের প্রখরতা এবং বৃষ্টি থেকে সুরক্ষা দিতে ছাতা বিতরণ করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান সমন্বয়কারী হাসান মুরাদ চৌধুরী মামুনের পরিচালনায় এবং সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। ‘শ্রমজীবী মানুষের পাশে প্রয়াস’ শ্লোগানকে সামনে রেখে মাসব্যাপী ছাতা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর নবনির্বাচিত সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হোটেল দি কক্স টুডে’র চেয়ারম্যান লায়ন গোপাল কৃষ্ণ লালা, দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভারপ্রাপ্ত সেক্রেটারী লায়ন এ.এম কামাল উদ্দিন চৌধুরী, পার্কভিউ হসপিটালের পরিচালক প্রকৌশলী মোমিনুল হক, সংস্কার বাংলাদেশের উপদেষ্টা লায়ন ডা. এম জাকিরুল ইসলাম, আইডিয়াল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম ওয়াই এফ পারভেজ, রোটারিয়ান আনজুমান আরা বেগম, সংগঠনের পরিচালক মহসীন উল কাদের, সারিস্ত বিন্তে নুর, গ্রীনল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক আলতাফুর রশীদ বাবু, আয়োজন কমিটির চেয়ারম্যান মিনহাজুল হক মিনার, প্রয়াস সহ-সভাপতি আলমগীর মো. ফারুক সুভাষ সরকার, জাহেদুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খাঁন আসিফ, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. মাহির আসেফ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম মামুন, প্রচার সম্পাদক সুলতান মাহামুদ রাজীব, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, আপ্যায়ন সম্পাদক খোরশেদ আলম, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনী, কার্যকরী সদস্য মো. মোরশেদ আলম, সাকিবুর রহমান, সোহরাবুল আলম সৌরভ, হাসান ইহলান চৌধুরী, আহাদুল ইসলাম, নাজমুল হুদা এবং অফিস সম্পাদক মো. সাইফুল। অনুষ্ঠানে বেল ভিউ হসপিটালের এম.ডি ডা. সেলিম আকতার চৌধুরী সম্প্রতি চট্টগ্রাম জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি নির্বাচিত হওয়ায় প্রয়াস সমাজিক সংগঠন থেকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, দেশ বিনির্মাণে প্রয়াস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি