শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব: এমপি ছালাম

4

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকেও ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মায়েরা সচেতন হলে বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমবে। বৃহস্পতিবার সকালে পাঁচলাইশ ও চান্দগাঁও থানা শিক্ষা অফিস আয়োজিত পাঁচলাইশ থানা শিক্ষা অফিস মিলনায়তনে চান্দগাঁও, পাঁচলাইশ থানার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম-৮ আসনের এমপি আবদুচ ছালাম এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। স্বাক্ষরতার হার বৃদ্ধি পাওয়া তা-ই প্রমাণ করে। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করতে সরকার কাজ করে যাচ্ছে। যদি শিক্ষা জাতির মেরুদন্ড হয় তাহলে শিক্ষকরা হলো শিক্ষার মেরুদন্ড। তাই আমি সবসময় শিক্ষকদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে কার্পণ্য করি না। শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির যেকোন সমস্যা যেকোন সময় আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি এ ব্যাপারটি সর্বাধিক গুরুত্ব দিবো। পাঁচলাইশ থানা শিক্ষা অফিসার মু. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চান্দগাঁও থানা শিক্ষা অফিসার মো. শফিকুল হাসান, বক্তব্য দেন চান্দগাঁও থানা সহকারী শিক্ষা অফিসার এস আর রাশেদ, শারমিন জাহান, পাঁচলাইশ থানা সহকারী শিক্ষা অফিসার লিপি রাণী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীসহ স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি