শুভ’স কেয়ারের আলোচনা সভা সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ

3

শ্রীশ্রী গনেশ পূজা উপলক্ষে গোসাইলডাঙ্গা বি. নাগ লেনে অবস্থিত শুভ’স কেয়ারের উদ্যোগে সারদেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ধর্মতত্ত¡বীদ স্বদেশ চক্রবর্ত্তী। হোমিও চিকিৎসক ও লেখক ডা. দিলীপ কুমার মিত্রের সভাপতিত্বে এবং এস কে দেব সজলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ডবলমুরিং থানা কমিটির সাবেক সভাপতি রতন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সৌমেন সেন, স্বধর্ম পরিপোশক বিপ্লব দাশগুপ্ত ও সমাজসেবক নারায়ণ চন্দ্র ভৌমিক, শিমুল গুহ ও অমল রুদ্র। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক শুভ দেব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিষ্ণু শীল, উজ্জ্বল সেন, অরুন দেব ও আদিত্য ঘোষ বাবুন প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রনি গুহ ও মুকেশ দাশগুপ্ত। সভায় বক্তারা বলেন একাডেমীক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মানুষের ধর্ম মানবতা। সুন্দর পৃথিবী রচনায় আমাদের একযোগে কাজ করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। আগামী প্রজন্মকে একাডেমীক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেই দেশ উন্নিত হবে আর সমাজ হবে সমৃদ্ধ। জাতিকে নতুন চেতনায় উজ্জীবিত করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। বিজ্ঞপ্তি