শীলকূপ জনকল্যাণ সমিতি চট্টগ্রাম’র সম্মাননা অনুষ্ঠান

5

শীলকূপ জনকল্যাণ সমিতি-চট্টগ্রাম’র উদ্যোগে সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ জুলাই সমিতির সভাপতি বির্দশন বড়ুয়ার সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ এস রহমান হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার রনজিত কুমার বড়ুয়া। উদ্বোধক ছিলেন কর্মবীর দেবমিত্র মহাথের, আলোকিত অতিথি ছিলেন অনিমেষ ভিক্ষু, সংবর্ধিত ব্যক্তিত্ব ছিলেন বাঁশখালীর বৌদ্ধ সমিতির নব-নির্বাচিত সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাথের, প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া, পুলিশ কর্মকর্তা পলাশ বড়ুয়া, বাঁশখালীর বৌদ্ধ সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অমিত বড়ুয়া। গুণীজন ছিলেন সিনিয়র শিক্ষক তপন কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, সিনিয়র শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, শিক্ষিকা অতসীময়ী বড়ুয়া ও শিক্ষিকা নীলা বড়ুয়া। সংগঠনের অর্থ সম্পাদক ডা. প্রনব বড়ুয়াকে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। প্রভাষক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধান শিক্ষক বগলা ভূষণ বড়ুয়া, এড. আশীষ বরণ বড়ুয়া, শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, কার্যকরী সভাপতি সুজন বড়ুয়া, টিপু কুমার বড়ুয়া অভি, ডা. শিমুল কান্তি বড়ুয়া, আয়কর কর্মকর্তা পিয়াল বড়ুয়া, সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া উৎপল, সাংগঠনিক সম্পাদক কাজল বড়ুয়া, ডা. জিসু কুমার বড়ুয়া ও সমাজ কল্যাণ সম্পাদক রিন্টু বড়ুয়া প্রমুখ। বক্তারা গুণীজন সম্মাননার মাধ্যমে সমাজে গুণীজন সৃষ্টি হবে এবং আলোকিত সমাজ বিনির্মাণ সম্ভব হবে বলে মত প্রকাশ করেন। বিজ্ঞপ্তি