শিক্ষায় একনিষ্ঠ ছিলেন অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া

4

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাঙালী বৌদ্ধ সমাজে ১ম মহিলা প্রাণী বিজ্ঞানী ও ১ম মহিলা অধ্যক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সহধর্মীনি অধ্যক্ষ প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার ৯ম প্রয়াণবার্ষিকীর সভা গত ৩ মে সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি আশীষ সেন। প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন লেখক, সাংবাদিক কামাল উদ্দীন, গীতিকার শেখ নজরুল ইসলাম মাহমুদ, প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, দক্ষিণজেলা যুবলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী,যুবলীগনেতা আবুল কালাম আজাদ, কবি সজল দাশ, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, কবি সোমা মুৎসুদ্দী, সঙ্গীতশিল্পী অচিন্ত্য, কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, রোজী চৌধুরী, তবলা প্রশিক্ষক কানু রাম দে, রাজনীতিক স্বপন সেন, সংস্কৃতিকর্মী নিলয় দে, সবুজ চৌধুরী রকি, মো. আলী আজম, মো. জাফর।
সভায় বক্তারা বলেন অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া ছিলেন আপদমস্তক একজন শিক্ষাবান্ধব মানুষ। আজীবন তিনি শিক্ষার জন্য কাজ করে গেছেন। একইসাথে তিনি জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন আরেক শিক্ষার ফেরিওয়ালা একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রয়াত অধ্যাপক ড.বিকিরণ প্রসাদ বড়ুয়া। দুজনই শিক্ষার জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। শিক্ষাকে তাদের জীবন পরম ধ্যান, জ্ঞান ও জীবনের পরম অংশ হিসেবে নিয়েছেন। শুধু শিক্ষাক্ষেত্রে তারা থেকে থাকেনি সাহিত্য- সংস্কৃতি লেখালেখি, সমাজসেবা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণে অনন্য সাধারণ ভুমিকা রেখে গেছেন। একজন অসম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া সকল ধর্মের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। একজন শিক্ষাদরদী সংগঠক হিসেবে প্রয়াত অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া দেশের শিক্ষাকে এগিয়ে নিতে অনন্য ভুমিকা রেখে গেছেন। মহিয়সী নারী অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া প্রজন্মের কাছে তাঁর মহতি কর্মের জন্য যুগ যুগ চিরস্মরণযোগ্য হয়ে থাকবে।