শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ইস্টার্ন ব্যাংক ও ইউসিবি সমঝোতা

1

শিক্ষার্থীদের সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে সহযোগিতার লক্ষ্যে জনপ্রিয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি’র (ইবিএল) সাথে বিশেষ অংশীদারিত্ব সম্পন্ন করেছে দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে স¤প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই প্রতিষ্ঠান। গত ৯ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর তারিখে রাজধানীতে ইউসিবি’র ক্যাম্পাসে ইউসিবি-ইবিএল সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রষ্ঠিানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এসটিএস গ্রæপের সিইও মানাস সিং ও ইস্টার্ন ব্যাংক পিএলসি’র ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএল’এর হেড অব বিজনেস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং সৈয়দ জুলকার নায়ীন; হেড অব পেরোল ব্যাংকিং তৃষা তাকলিম; ইউসিবি’র চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত; এসটিএস ক্যাপিটাল লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এস এম রাহমাতুল মুজিব, এফসিএ; হেড অব ফাইন্যান্স মুস্তাফা ওয়াকি চৌধুরী, এফসিএ; এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রিসালাত রহমান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি