শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা

2

শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার উদ্যোগে হাজীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ২৫ মে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান এটিএম রশিদ উদ্দীন (শাহীন)। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি আবদুচ ছালাম। উদ্বোধনী বক্তব্য দেন গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আজিম। চেয়ারম্যান বলেন, অলাভজনকভাবে সেবামূলক প্রতিষ্ঠান শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলা প্রতিষ্ঠা করেছি। জন্মলগ্ন থেকে এ প্রতিষ্ঠান অনেক কষ্ট ও চড়াই উৎরাই পার করে দীর্ঘ পথ পর্দাপণ করেছে। কোন অর্থনৈতিক উদ্দেশ্যে নয়, আল্লাহ ও রাসুল সাল্লালাহু আলাইহিসালামের মেহমানদের খেদমতের জন্য এ কাফেলা চলমান আছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মুহাম্মদ আবদুল মাবুদ। আলোচনা করেন প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, প্রফেসর ড. মাওলানা বি.এম মফিজুর রহমান আযহারী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা মুফতি আহমদুর রহমান নদভী, মাওলানা মহিউদ্দীন। মোহাম্মদ আমান উল্লাহ (আমান) এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চসিক উপ কর কর্মকর্তা এস. এম. এ আজম খান, ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, টেড়িবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক আমিন, সাধারণ সম্পাদক আহমদ হোসেন, আব্দুল মন্নান। প্রশিক্ষণ কর্মশালায় হজ কাফেলার পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি