শাহ আজিজ ইন্টারন্যাশনাল ৩য় বিভাগ ফুটবল লিগ

2

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে শাহ আজিজ ইন্টারন্যাশনাল লি. এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস সিডিএফএ শাহ আজিজ ইন্টারন্যাশনাল লি. ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২৩-২৪ এ গতকালকের ১ম খেলায় আলোর ঠিকানা (গোলদাতা ইমরান) ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে এবং শতদল জুনিয়র (গোলদাতা জোনায়েদ) ও বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার (গোলদাতা মনসুর) মধ্যকার দিনের ২য় খেলাটি ১-১ গোলে ড্র হয়।
আজ সকাল ৯.৩০টায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) এবং দিনের ২য় খেলা সকাল ১১.৩০ টায় এফ এম সি স্পোর্টস ও মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার খেলা দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।