শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষক-মজুর সর্বশ্রেণির নেতা

5

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহŸায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, জিয়াউর রহমান না হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতো না। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষক-মজুর সর্বশ্রেণির নেতা। দেশের সকল দুর্যোগে মেজর জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। জিয়াউর রহমান মানুষের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, একটা মুক্ত বাংলাদেশ তৈরি করেছিলেন। এই জাতি কখনো জাতির অবস্মরণীয় নেতা শহীদ জিয়াউর রহমানকে ভুলে যাবে না।
তিনি ৩০ মে বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয় চত্বরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। তার হাত ধরেই বাংলাদেশে গার্মেন্টস শিল্প স্থাপন, জনশক্তি রফতানি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও রফতানি করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর সম্মিলিত পেশাজীবী পরিষদের আহব্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, সালাউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন, কাজী মো. সালাউদ্দিন, অধ্যাপক আজম খান, এডভোকেট এম এ তাহের, আজিমুল্লাহ বাহার, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, শহীদুল ইসলাম চৌধুরী, আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, মো. জাকের হোসেন, এজাহার মিয়া, মোবারক হোসেন কাঞ্চন, আবু জাফর চৌধুরী, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আব্দুস সালাম, গাজী নিজাম উদ্দিন, কাজী মহিউদ্দিন, ইফতেখার উদ্দিন, ওহিদুল আলম, সরোয়ার উদ্দিন সেলিম, আকবর আলী, মোহাম্মদ সিদ্দিক, মুক্তিযোদ্ধা ফজল বারেক, শফিউল আলম চৌধুরী, কবির চেয়ারম্যান, রহমত উল্লাহ মেম্বার, এ এইচ এম নুরুল হুদা, সাইফুল আলম টুটুল, মোহাম্মদ আশরাফ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে গোলাম আকবর খোন্দকার এর নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। বিজ্ঞপ্তি