শপথ নিলেন ৫ চেয়ারম্যানসহ ৬৫ জনপ্রতিনিধি

4

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যসহ ৬৫জন জনপ্রতিনিধি শপথ নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে নবনির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। একই সময়ে ইউপি সদস্যদের ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে পৃথক শপথ বাক্য পাঠ করান ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা।
শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন জেলা প্রশাসক শাহীন ইমরান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। এসময় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এসএম ফেরদৌস ইসলাম, ঈদগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবু তালেব, ঈদগাঁওয়ের প্রকল্প কর্মকর্তা হারুন অর রশীদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদুল হাসান উজ্জ্বল, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয় ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে ইসলামপুরে মওলানা দেলোয়ার, পোকখালীতে রফিক আহমদ, ইসলামাবাদে আবদুর রাজ্জাক, জালালাবাদে আলমগীর তাজ জনি ও ঈদগাঁওতে সোহেল জাহান চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন।