লোহাগাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে তান্ডব

7

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া তেওয়ারিহাটে খন্ড খন্ড মিছিলে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা সদর বটতলী স্টেশনে এসে রাত ১১টা পর্যন্ত অবস্থান নেয় তারা। এসব মিছিলগুলোতে সাধারণ শিক্ষার্থীর চেয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশি।
এসময় বিক্ষোভ মিছিলের আড়ালে বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অবস্থান নিয়ে উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ চৌধুরীর অফিস, ট্রাফিক পুলিশ বক্স, মুক্তিযোদ্ধা সংসদ ভবন, মাশাবি রেস্টুরেন্ট, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমানের মালিকানাধীন এ নাইস হোটেলে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এসময় তারা কৃষি ব্যাংক ও লোহাগাড়া থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে।
বটতলী মোটর স্টেশনের প্রায় সকল সিসি টিভি ক্যামেরা ভাঙচুর করে তারা। এছাড়াও পদুয়া ঠাকুরদিঘী বাজারে বিজিবির গাড়ি ভাঙচুরেরও চেষ্টা চালায়। তবে এসময় দায়িত্বরত বিজিবি এবং পুলিশ সদস্যরা নিরব ছিলেন।
এদিকে, দিনভর এ তান্ডব চলাকালীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রয়েছে।