লামায় কোয়ান্টাম আরোগ্যশালায় দেড় সহস্রাধিক ধ্যানীর সমাগম

4

লামা প্রতিনিধি

‘ভালো মানুষ, ভালো দেশ,-স্বর্গভূমি বাংলাদেশ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টামমের আরোগ্যশালায় ৪র্থ বারের মতো পালন করা হয়েছে ‘বিশ্ব মেডিটেশন দিবস’। এ উপলক্ষে মঙ্গলবার ভোরের আলো ফোটার সাথে সাথেই মানুষের সমাগম শুরু হয় আরোগ্যশালায়। এতে কোয়ান্টামমের সকল স্তরের কর্মী, এলাকাবাসী এবং কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ দেড় হাজারের বেশি মানুষ সমবেত হয়। দিনব্যাপী এ মেডিটেশনে আত্মনিমগ্ন হয়ে ধ্যানের প্রতি আগ্রহ ও ভালবাসার বহিঃপ্রকাশ ঘটান তারা। এদিন মেডিটেশনের পর বিভিন্ন বয়সের দেড় হাজারের বেশি মানুষ যখন একসাথে উচ্চারণ করলেন, ‘ভালো মানুষ, ভালো দেশ,- স্বর্গভ‚মি বাংলাদেশ’ এবং ‘আমরা ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব’ -চারদিকে অনুরণিত হলো ইতিবাচকতার প্রত্যয়। কোয়ান্টাম ফাউন্ডেশন জাতিধর্মবর্ণ নির্বিশেষে এই সুস্থ জীবনাচার অনুসরণ ও টোটাল ফিটনেসের প্রশিক্ষণ দিয়ে আসছে গত ৩২ বছর ধরে। কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার মাসুদ পারভেজ বলেন, মেডিটেশন দিবস উদযাপন উপলক্ষে দেশ বিদেশের উন্মুক্ত স্থানে লাখো মানুষ সমবেত হয়েছে। বিশেষভাবে সচেতন মহলে। আমাদের দেশে মেডিটেশন চর্চা এখন দিন দিন সর্বজনীন হচ্ছে। বিশ্ব মেডিটেশন দিবসের এই শুভক্ষণে দেশ-বিদেশের সকল ধ্যানীকে অভিনন্দন জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক ও মহাপরিচালক মা-জী নাহার আল বোখারী।