লাইয়ের শপথের পর তাইওয়ান ঘিরে চীনের মহড়া

4

আন্তর্জাতিক ডেস্ক

চীন তাইওয়ানের চারপাশে দুই দিনের সামরিক মহড়া শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ মে) এই মহড়া শুরু হয়েছে। আর এই মহড়াকে স্ব-শাসিত দ্বীপটির বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য কঠোর শাস্তি বলে অভিহিত করেছে চীনা সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে উইলিয়াম লাইয়ের শপথ গ্রহণের তিনদিন পর এই সামরিক মহড়া শুরু করেছে চীন। শপথ অনুষ্ঠানে তাইয়ানকে হুমকি দেওয়া বন্ধ করতে এবং এর গণতন্ত্রের অস্তিত্বকে মেনে নেওয়ার আহŸান জানিয়েছেন লাই। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে তাইওয়ান প্রণালি, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিয়ু এবং ডঙিন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালায় চীন। চীনের এই মহড়াকে অযৌক্তিক ইস্কানি বলে নিদ্দা জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।সেই সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে নৌ, বিমান এবং স্থল বাহিনী পাঠিয়েছে তাইপে। তাইওয়ানকে নিজেদের ভূখন্ড মনে করে চীন যার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে আসছে বেইজিং। তবে তাইওয়ান বলছে এই দুই রাষ্ট্র একে অপরের অধীন নয়।