র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া আগের অবস্থানেই বাংলাদেশ

6

বার্ষিক হালনাগাদ শেষে আইসিসি টেস্ট দলের র‌্যাংকিংয়ে এসেছে পরিবর্তন। যেখানে ভারতকে হটিয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। ২০২১ সালের মে মাস থেকে চলতি বছরের মে পর্যন্ত এই হালনাগাদ করা হয়েছে। এই সময়ে ৩০ ম্যাচ খেলে ১২৪ রেটিং পয়েন্ট করেছে অজিরা। যা দুইয়ে থাকা ভারতের চেয়ে ৪ পয়েন্ট বেশি। সেই ভারতকে হারিয়েই গত বছরের জুনে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া। মে ২০২১ থেকে মে ২০২৩ পর্যন্ত ম্যাচের ফলাফলকে ৫০ শতাংশ এবং পরের এক বছরের ম্যাচের ফলাফলকে শতভাগ বিবেচনা(পয়েন্ট) করে হালনাগাদ করা হয়েছে। যদিও বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি। ১৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের নয়ে আছে টাইগাররা। একই অবস্থা ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও। যেখানে যথাক্রমে আট ও নয়ে আছে বাংলাদেশ। টেস্টে শীর্ষস্থান হারালেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিংহাসন ধরে রেখেছে ভারত।