রোহিঙ্গাদের ওপর হামলার অভিযোগ প্রত্যাখ্যান আরাকান আর্মির

5

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগকে মিথ্যা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন বৌদ্ধ রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) প্রধান মেজর জেনারেল তুন মিয়াত নাঈং। মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন।
তিনি দাবি করেছেন যে, রোহিঙ্গা ইস্যু ১৯৫০ সাল থেকে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
তুন মিয়াত নাঈং বলেন, বুথিডং ও মংডুতে সম্প্রতি সংঘাত ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। যেখানে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে। তবে, এই অভিযোগগুলো মিথ্যা ও কোনও প্রমাণ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হওয়া জাতিগত দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই অভিযোগগুলো আসছে, যা ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে প্ররোচিত।