রোমাকে হারিয়ে এগিয়ে রইল লেভারকুসেন

2

৩৬ বছর পর ফের ইউরোপিয়ান প্রতিযোগিতায় শিরোপা জেতার আরও কাছে চলে গেল বায়ার লেভারকুসেন। চলতি মৌসুমে এখনো অপ্রতিরোধ্য দলটি ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে হারিয়েছে ২-০ গোলে।
এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচ অপরাজিত থাকল তারা।
রোমের অলিম্পিকো স্টেডিয়ামে বেশ সহজ জয়ই পেয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। ২৮তম মিনিটে প্রথম গোলটি করেন দারুণ ছন্দে থাকা ফ্লোরিয়ান ভাইর্টজ। দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান রবার্ট আনড্রিখ। জয় নিয়ে বাড়ি ফিরতে পারায় বেশ খুশি আলোনসো।
বায়ার্ন কোচ বলেন, ‘২-০তে জেতাটা ভালো রেজাল্ট। আমরা খুশিমনে বাড়ি ফিরব তবে সতর্কও থাকব। এই মৌসুমে আমরা যা করছি তা অসাধারণ। আমাদের খুবই উচ্চমানের ফুটবলার আছে। তবে সবচেয়ে কঠিন জিনিস হলো ধারাবাহিকতা ধরে রাখা। আমরা থামতে চাই না। মৌসুম শেষের আগপর্যন্ত এভাবেই চালিয়ে যেতে চাই।’ ১৯৮৮ সালে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লেভারকুসেন।