রোগীলিপি চিকিৎসার অপরিহার্য্য অঙ্গ

9

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বিজ্ঞান সেমিনার গত ১২ জুলাই নগরীর চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে ডা. এসএম ছালেহ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের রেক্টর ও সম্মিলিত হোমিও সমাজ’র সভাপতি অধ্যক্ষ ডা. আবদুল করিম। হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীলিপি প্রণয়নের গুরুত্ব শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মৃদুল কান্তি দে।
মুখ্য আলোচক ছিলেন বাহোপ জেলার সহ-সভাপতি ডা. আবদুর রহমান। ডা. মুহাম্মদ মুছার সঞ্চালনায় প্রবন্ধের উপর আলোচনা করেন ডা. সামশুল আলম, ডা. মোমিনুল হক, ডা. খুরশীদা বেগম, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. রীতা বড়ুয়া, ডা. ফারজানা বাহার, ডা. এম এ ফজল, ডা. রেহনুমা সুখী, ডা. অনিমা পাল, ডা. মাহামুদুর রহমান, ডা. আবদুল্লাহ আল ফারুক, ডা. মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. কাবেরী দাশ, প্রভাষক ডা. সাকিনা আক্তার লাকী, অধ্যক্ষ ডা. পি.সি সাহা, ডা. কাবেরী বড়–য়া, শ্রাবন্তী ভট্টাচার্য্য, ডা. অমিতা দেবী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ডা. আবদুল করিম বলেন, রোগীলিপি চিকিৎসার অপরিহার্য্য অঙ্গ। রোগীলিপি প্রণয়নে যিনি যত দক্ষ হবে, চিকিৎসক হিসেবে তিনি রোগীর রোগারোগ্যে তত বেশি ভ‚মিকা রাখতে পারবেন। অর্গানন ৮৩-১০৪নং সূত্রের কথা তুলে ধরে ডা. করিম রোগীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার আহŸান জানান। বিজ্ঞপ্তি