রুমা থেকে কেএনএফ’র পাঁচ সহযোগী গ্রেপ্তার

5

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ এর আরো ৫ সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার বান্দরবানের রুমা উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সং লিয়ান বম (২৫),লালহিম সাং বম (৩৭),লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬),লাল সিয়াম থাং বম (৩৮)। তারা সকলই রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার সকালে রুমা উপজেলার লাইরুনপি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফ এর ৫ সহযোগীকে গ্রেপ্তার করে। পরে বিকালে গ্রেপ্তারকৃত আসামিদেরকে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর আদালতে তোলা হলে আদালতে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
উল্লেখ্য, ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। এরপর থেকে কেএনএফকে ধরতে শুরু হয় যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ১শ ১৬জন কেএনএফ সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে যৌথ বাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।