রিয়াল মাদ্রিদ-বায়ার্ন ফিরতি লড়াই আজ

5

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ফাইনালে ওঠার লক্ষ্যে এবার ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে দুদল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠের লড়াইয়ে নামবে থমাস টুখেলের বায়ার্ন ও কার্লো আনচেলত্তির রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ১৪বার শিরোপা জিতে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। বিপরীতে বায়ার্ন মিউনিখ ইউরোপসেরার মুকুট জিতেছে ৬বার। দুদলের মুখোমুখি লড়াইয়ে সবশেষ ২৭ ম্যাচে বায়ার্নের জয় ১১টি। একটি বেশি রিয়াল মাদ্রিদের। বাকি চারটি ড্র হয়েছে। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বিদায় করেছে রেকর্ড শিরোপাধারী রিয়াল। প্রিমিয়ার লিগে টানা দুই মৌসুমে দারুণ ছন্দে থাকা আর্সেনালকে বিদায় করে সেমিতে উঠেছে বুন্দেসলিগার দল বায়ার্ন। বুন্দেসলিগায় টানা ১১ বছর পর রাজত্ব হারিয়েছে বায়ার্ন। তাদের চমকে দিয়ে স্বপ্নের প্রথম লিগ জিতেছে বেয়ার লেভারকুসেন। জার্মান কাপের শিরোপা দৌড় থেকেও অনেক আগে ছিটকে গেছে বাভারিয়ান দলটি। এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগই তাদের একমাত্র শিরোপা জয়ের সুযোগ। অন্যদিকে কোপা ডেল রের শিরোপা আগেই হাতছাড়া করেছে রিয়াল। তবে লিগ শিরোপা জিতে একটি ট্রফি ঘরে তুলেছে। এবার চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড বাড়িয়ে ১৫তম শিরোপার খুব কাছে রয়েছে লস বøাঙ্কোস দলটি। ২০২০ সালের পর এবারই প্রথম সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে টানা চতুর্থবারের শেষ চারের টিকিট কেটেছে রিয়াল।