রিমালের প্রভাবে মিজোরামে ২৩ জনের প্রাণহানি

6

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভারতের মিজোরামে ২৩ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে একটি পাথর খনি ধসে ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় খনির ভেতর আটকা পড়েছেন আরও ৭ জন। বাকি ৮ জন্য প্রত্যন্ত অঞ্চলে ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গতকাল এটি উপক‚লে আঘাত হানার পর শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। তবে প্রতিক‚ল আবহাওয়া কারণে খনিতে আটকা পড়াদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। খনিটি উত্তরপূর্ব মিজোরামের রাজধানী আইজলে অবস্থিত। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকতৃাদের একজন রয়টার্সকে বলেছেন, ‘ঘূণিঝড় রিমালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে খনিটিতে ধস নামে।’