রিজেন্সি স্পোর্টস ক্লাবের অনুশীলন উদ্বোধন

2

সিজেকেএস ও সিডিএফএ’র যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণের লক্ষ্যে রিজেন্সি স্পোর্টস ক্লাবের অনুশীলন শুরু হয়েছে। বুধবার বিকেলে সিজেকেএস প্যাভেলিয়ন সংলগ্ন প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে অনুশীলনের উদ্বোধন করেন, রিজেন্সি স্পোর্টস ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি ও সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম মাসুম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি খেলোয়াড়দের নিয়মশৃঙ্খলা ও আইন মেনে, সামর্থের শেষ বিন্দু দিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার আহবান জানিয়ে দলের সাফল্য কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে দলের হেড কোচ একরাম আবছার, সহকারী কোচ মো. ফরিদসহ ক্লাব শীর্ষ কর্মকর্তা শরীফ টুটুল, মোহাম্মদ ইকবাল ও জাহেদ হোসেন, মো. আবুল, মো. বশর, মো. হানিফ ও সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি