রাসুল পাক’র (দ.) শুভাগমন পৃথিবীবাসীর বড় নেয়ামত

2

আহলুল বাইত মিশন মসজিদ :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২দিন ব্যাপী মিলাদুন্নবী (দ.), হামদ-না’ত ও আলোচনা সভা সমাপনী অনুষ্ঠান গত ১৪ সেপ্টেম্বর আমেরিকা নিউইয়র্ক উডসাইড আহলুল বাইত মিশন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বদরপুর দরবার শরীফের সাজ্জাদানশীন ও আহলুল বাইত মিশন মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আন্তর্জাতিক না’ত খা ক্বারী মোহাম্মদফারুক, মাওলানা মুফতি হাফেজ কাওছার আহমদ, আর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মনসুর আহমদ, নিউইয়র্ক মদিনা মসজিদের খতিব মাওলানা সুন্নতুর রহমান, ওজন পার্ক ফুলতলী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাতেন, নিউইয়র্ক দারুস সুন্নাহ মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুল কাইয়ুম ছালিক, নিইয়র্ক ফুলতলি ইসলামীক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ সাজিদুল হক, নিউজার্সি শাহাজালাল লতিফিয়া ইসলামিক সেন্টারের পরিচালক হাফিজ মাওলানা আলাউদ্দিন, হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল হামিদ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক মাওলানা এমদাদুল হক, লন্ডনের মুফতি আব্দুর রহমান মিজান, জার্মান বায়তুল মোকাররম মজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী, লন্ডন ব্রিষ্টল সেন্টাল মসজিদের খতিব মুফতি হাফিজ মুহাম্মদ ইকরাম উদ্দিন, লন্ডনের আল্লামা সুফি আব্দুল মুন্তাকিম, পাকিস্তানের আন্তর্জাতিক নাত খা হাসান বিন খুরশিদ প্রমুখ। শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও কন্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

পাথরঘাটা বান্ডেল রোড মহল্লা কমিটি :
গত সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নগরীর পাথরঘাটা বান্ডেল রোড মহল্লা কমিটি আযোজিত সোবহান সওদাগর (নুর নাহার) জামে মসজিদে ১২ দিন ব্যাপী জসনে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলের সমাপ্তি ঘটবে। মহল্লা কমিটির সভাপতি শেখ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই মাহফিলে প্রধান আলোচক থাকবেন আন্জুমানে রজভীয়া নুরীয়ার চেয়ারম্যান পীরে ত্বরিকত মাওলানা আবুল কাশেম নূরী। বিশেষ আলোচক থাকবেন সোবহান সওদাগর জামে মসজিদের খতিব আলহাজ মুফতি সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন। বিজ্ঞপ্তি

জিয়াউল উলুম কামিল মাদ্রাসা :
বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে ২৯ তম জশনে জুলুস, হামদ নাত, কেরাত, প্রিয় নবী (সা.) জীবন বিষয়ক কুইজ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল দশটায় মাদ্রাসা ময়দান থেকে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসির অংশগ্রহণে জশনে জুলুস বের করা হয়। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সদারতে জুলুসটি কাপ্তাই সড়কের নজুমিয়াহাট, কুয়াইশ শেখ মুহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ হয়ে প্রায় চার কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় মাদ্রাসা ময়দানে এসে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলে মিলিত হয়। অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন’র সভাপতিত্বে জিয়াউল উলুম মাদরাসা মিলনায়তনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় শিক্ষার্থী মুহাম্মদ মামুনুর রশীদ’র সঞ্চালনায় বক্তব্য দেন সাহেবজাদা আল্লামা কাজী আ ন ম মন্জুর হায়দার সিদ্দিকী, এম লোকমান হাকিম মেম্বার, শেখ ফয়েজুল্লাহ আহমদ, ইয়িলাস মুহাম্মদ শোয়াইব, মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সাইদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা শওকতুল ইসলাম, আরিফুল মুস্তফা, মোহাম্মদ আনোয়ার হোসেন, মিসেস আসমা তৈয়বা, মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নুর, পেয়ার মুহাম্মদ, হাফেজ আবদুল নুর, সহকারি শিক্ষক মাসুদ পারভেজ,সালেহা বেগম , মাওলানা রাশেদুল ইসলাম,সানজিন মাহামুদ, মাওলানা মাসউদ, মাওলানা মিসবাহ উদ্দিন,তাহেরা শামিমা সিদ্দিকা, মিশকাতুল মনোয়ার,আব্দুর রহীম, নূরুল আজিম, মোহাম্মদ আরমান, কামাল উদ্দিন, ক্বারী ফরিদুল হক, সৈয়দুল করিম তাহেরী, দিলদার ফারুক, মনিরুল আমিন, নূর সোলা.মান,জামাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

কর্ণফুলী দক্ষিণ শাহ মীরপুর রেযায়ে মোস্তফা (দ.) ট্রাস্ট : আল্লাহ রাব্বুল আলামীন নিজেও রাসুল পাক (দ.) এর শানে দরুদ পাঠ করতে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন তাতে বুঝা যায় রাসুল পাক (দ.) এর শুভ আগমন পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত। তারই অংশ হিসেবে কর্ণফুলী দক্ষিণ শাহ মীরপুর রেযায়ে মোস্তফা (দ.) ট্রাস্ট জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদযাপনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করবো রেযায়ে মোস্তফা (দ.) ট্রাস্টের ন্যায় বাংলাদেশের প্রতন্ত অঞ্চলের নবী প্রেমিকদের যেসব সংগঠন সমূহ রয়েছে তারাও যেন স্ব স্ব এলাকায় রাসুল পাক (দ.) এর শুভ আগমনের দিনকে স্মরণ করে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদযাপন করে। কর্ণফুলী দক্ষিণ শাহ মীরপুর রেযায়ে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ এবং গাউসিয়া শাহ আমিন হাশেমী দাখিল মাদরাসা’র যৌথ ব্যবস্থাপনায় গত ১৩ সেপ্টেম্বর বাদে যোহর পর্যন্ত জা-নশীনে ফকিহে বাঙ্গাল, খলিফায়ে তাজুশ শারীয়াহ দরবারে আ’লা হযরত কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
পবিত্র জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) এর এ বণার্ঢ্য র‌্যালী কর্ণফুলী থানাধীন ফকিন্নিরহাট থেকে শুরু হয়ে গাউসিয়া শাহ্ আমিন দাখিল মাদ্রাসা মাঠে এসে র‌্যালী সমাপ্ত হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এয়াকুব আলী ফারুকী, মাওলানা অধ্যক্ষ আকতারুজ্জামান, মাওলানা ফোরকার আশরাফী, মাওলানা মঈনুদ্দীন আশরাফী, মাওলানা মুহিউদ্দীন সাহেব, মাওলানা মুহাম্মদ হাফেজ এমরান আল কাদেরী, মাওলানা মোক্তার হোসাইন কাদেরী রেজভী সহ অসংখ্য আলেম, ওলামা, আশেক ভক্ত উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ, কেয়াম, মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি