রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা

4

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে বলে মনে করছেন ইউক্রেনীয় এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। বৃহস্পতিবার (২ মে) প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেন, দুই বছরেরও বেশি পুরনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ভূখন্ডের সঙ্গে যুক্ত করার পর একটি ডিক্রি জারি করে দেশটির সঙ্গে আলোচনাকে ‘অসম্ভব’ বলে উল্লেখ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তবে ইকোনমিস্ট ম্যাগাজিনকে ইউক্রেনের এইইউআর সামরিক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি চিফ মেজর-জেনারেল ভাদিম স্কিবিটস্কি বলেছেন, যে কোনও যুদ্ধের ক্ষেত্রেই শেষ পর্যন্ত আলোচনার প্রয়োজন হয়।
এ বিষয়ে ম্যাগাজিনটিতে বলা হয়, ‘জেনারেল স্কিবিটস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেন একা জয়ী হবে এমন উপায় তিনি দেখছেন না। এমনকি এটি যদি রুশ বাহিনীকে সীমান্তে পিছু হটিয়েও দেয়— যার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে—তবুও এটি যুদ্ধের অবসান ঘটাবে না।’
ম্যাগাজিনটিতে আরও বলা হয়, “এই ধরনের যুদ্ধ শুধু চুক্তির মাধ্যমেই শেষ হতে পারে। সম্ভাব্য আলোচনার আগে ঠিক এই মুহূর্তে উভয় পক্ষই ‘সবচেয়ে সুবিধাজনক অবস্থান’ ধরে রাখার জন্য লড়ছে। তবে একটি অর্থপূর্ণ আলোচনা ২০২৫ সালের দ্বিতীয়ার্ধের প্রথম দিকে শুরু হতে পারে বলে মনে করছেন তিনি।” জেলেনস্কি এবং অন্যান্য কর্মকর্তারা বলেছেন, রাশিয়াকে জুনে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘শান্তি শীর্ষ সম্মেলনে’ আমন্ত্রণ জানানো হয়নি। কেননা, রাশিয়া শান্তি আলোচনার উদ্দেশেই আলাপ করবে এমন কোনও নিশ্চয়তা নেই। চলতি সপ্তাহে ফরেন পলিসি ম্যাগাজিনকে দেওয়া একটি পৃথক সাক্ষাৎকারে স্কিবিটস্কির চিন্তাভাবনাকেই প্রতিধ্বনিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তিনি বলেছেন, জুনের শীর্ষ সম্মেলনের লক্ষ্য ছিল ‘একই নীতি এবং পদ্ধতিতে বিশ্বাস করে এমন দেশগুলোকে একত্রিত করা যাতে একসঙ্গে তারা আরও পদক্ষেপ নিতে পারে।’