রাশিয়া-ইউক্রেন শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে চীন

4

চীন একটি শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে যেখানে রাশিয়া এবং ইউক্রেন অংশ নেবে। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই কথা বলেছেন। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। লাভরভ বলেন, ইউক্রেন সংকট সমাধানে এ ধরনের পদক্ষেপ বেইজিংয়ের ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ হতে পারে।
আরআই একে দেওয়া একটি সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘আমরা চীনের অবস্থানের সঙ্গে এক মত যে, প্রথমেই সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে ও সব পক্ষের আইনি স্বার্থকে রক্ষা করতে হবে। আর পরবর্তী চুক্তিগুলোর হবে সমান ও অবিভাজ্য নিরাপত্তা নীতির ভিত্তিতে। ইউক্রেন যুদ্ধে শান্তির জন্য বারবার আলোচনার আহŸান জানিয়েছে রাশিয়া।
তবে দেশটির পূর্বশর্ত ছিল, ইউক্রেনে রাশিয়ার দখলকৃত আঞ্চলগুলোকে ইউক্রেন ও পশ্চিমাদের স্বীকৃতি দিতে হবে। তবে রাশিয়ার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি।