রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন

1

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন রাশিয়ার সঙ্গে আপস করতে এবং যুদ্ধ শেষ করার জন্য কোনও প্রকার ছাড় দিতে প্রস্তুত নয়। মঙ্গলবার (২ জুলাই) ইউক্রেনীয় এক সিনিয়র কর্মকর্তা এই কথা বলেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই সংঘাতের অবসান ঘটাতে পারবেন—এমন ঘোষণা সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন ওই কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স এই খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক ওয়াশিংটন সফরের সময় সাংবাদিকদের বলেছিলেন, যুদ্ধে কীভাবে ‘শান্তি’ অর্জন করা যায় এ বিষয়ে যে কোনও পরামর্শ শুনতে প্রস্তুত কিয়েভ। তিনি বলছিলেন, ‘তবে আমরা স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র, আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং মূল্যবোধের ক্ষেত্রে আপস করতে প্রস্তুত নই।’ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিয়টনে আগামী সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই ইয়ারমাকের এই সফরের খবরটি সামনে এসেছে। ওই সম্মেলনে ইউক্রেন ইস্যুটি আলোচনার প্রধান বিষয়বস্তু হবে বলে আশা করা হচ্ছে।
গত সপ্তাহে প্রেসিডেনশিয়াল বিতর্কের সময় রিপাবলিকান মনোনীত প্রার্থী ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, নভেম্বরে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগেই ইউক্রেনের যুদ্ধের সমাধান করবেন তিনি। ট্রাম্প কীভাবে এটি করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে গত সপ্তাহে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের দুই প্রধান উপদেষ্টা তাকে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যেটিতে বলা হয়েছে, কিয়েভ মস্কোর সঙ্গে আলোচনায় বসতে না চাইলে মার্কিন সহায়তা বন্ধের হুমকি দেওয়া হবে। তবে বিতর্কের সময় ট্রাম্প বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত তিনি মানছেন না। পুতিন বলেছেন, মস্কো অধিকৃত ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের চারটি অঞ্চল কিয়েভ হস্তান্তর করতে রাজি হলেই কেবল যুদ্ধ শেষ করবে রাশিয়া। ট্রাম্প ঘোষিত যুদ্ধ পরিচালনার বিষয়টি ইউক্রেন কিভাবে মূল্যায়ন করে এমন প্রশ্নের জবাবে ইয়ারমাক বলেন, ‘সত্যি বলতে কি, আমি জানি না। দেখা যাক।’ এসময় ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইয়ারমাক বলেন, ‘এ সিদ্ধান্ত আমেরিকার জনগণের। আমরা তাদের পছন্দকে সম্মান জানাব।’