রাশিয়ার আরও ভেতরে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী

4

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত আছে। বুধবার (১৪ আগস্ট) এই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেছেন, ‘আমরা কুরস্কের আরও অভ্যন্তরে প্রবেশ করছি। দিনের শুরু থেকেই এক থেকে দুই কিলোমিটার করে আমরা অগ্রসর হচ্ছি। একই সঙ্গে শতাধিক রুশ কর্মকর্তাকে আটক করেছি। এই অভিযান আমাদের ছেলে-মেয়েদের ঘরে ফেরাকে ত্বরান্বিত করবে।’
এর আগে, মঙ্গলবারও এক ভিডিও বার্তায় ইউক্রেনীয় সেনাদের অগ্রগতি অব্যাহত আছে বলে দাবি করেছিলেন তিনি। চলতি মাসের ৬ আগস্ট কুরস্কে অভিযান শুরু করে কিয়েভ। প্রায় আড়াই বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এই প্রথম রুশ ভূখন্ডে সরাসরি হামলা চালালো তারা। চলমান অভিযানে ইউক্রেনের পক্ষ থেকে এক হাজার বর্গকিলোমিটার রুশ ভূখন্ড দখলের দাবি করা হচ্ছে।
এদিকে, কুরস্ক অভিযানকে কেন্দ্র করে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া।