রামুতে দিনমজুর ও শ্রমিকদের সহায়তা প্রদান করল জাগো নারী উন্নয়ন সংস্থা

9

রামু প্রতিনিধি

রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থা জেনাস- এর উদ্যোগে দিনমজুর ও মোটরযান শ্রমিকদের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ২৩ জুলাই জাগো নারী উন্নয়ন সংস্থা ‘জেনাস’ এর প্রধান কার্যালয়ে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য গত রবিবার, ২১ জুলাই থেকে সারাদেশে কারফিউ জারি হওয়ার পর থেকে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ায় এবং কর্মক্ষেত্রে যেতে না পারায় অনেক দিনমজুর আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এরই প্রেক্ষিতে জাগো নারী উন্নয়ন সংস্থা ‘জেনাস’ এর নির্বাহী পরিচালক শিউলী শর্মার ঐকান্তিক প্রচেষ্টায় সাময়িকভাবে অর্থকষ্টে দিনাতিপাত করা রামু উপজেলার অর্ধ শতাধিক মোটরযান শ্রমিক ও দিনমজুরদের বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
জাগো নারী উন্নয়ন সংস্থা ‘জেনাস’ এর নির্বাহী পরিচালক শিউলী শর্মা জানিয়েছেন- জেনাস এর পক্ষ থেকে দিনমজুর ও মোটরযান শ্রমিকদের খাদ্য সহায়তা দিতে পেরে তিনি আনন্দিত। এতে করে এসব উপকারভোগীদের কিছুটা হলেও পরিবারের দৈনন্দিন সংকট দূর হবে। তিনি সরকারি-বেসরকারি সংস্থা ও দানশীল ব্যক্তিদের আর্থিক সংকটে থাকা শ্রমিকদের সহায়তা প্রদানের অনুরোধ জানান।