রাফা ক্রসিংয়ে ইসরায়েলি সেনার গুলিতে মিশরীয় সেনা নিহত

4

গাজার রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলিতে এক মিশরীয় সেনা নিহত হয়েছেন। মিশরের রাষ্ট্র-সংশ্লিষ্ট আল কাহেরা নিউজের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে গোলাগুলির সময় সীমান্তের মিশরী প্রান্তে গুলি এসে পড়লে পাল্টা গুলি চালায় মিশরীয় নিরাপত্তা বাহিনীর কর্মীরা। ইসরায়েলি সেনারাও তার জবাব দেয়, ফলে এই সময় দিকবিদিক গুলি চলতে থাকে। এই ত্রিমুখী গোলাগুলিতে ওই সেনা নিহত হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশরীয় কর্নেল গারিব আবদেল হাফেজ গারিব জানিয়েছেন, মিশরের সশস্ত্র বাহিনী রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনার তদন্ত করছে। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছেন। এর আগে সোমবার (২৮ মে) ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল তারা রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের তদন্ত করছে।