রাঙ্গুনিয়া সেরা শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা স্কুল ও প্রতিষ্ঠান প্রধান তৌহিদুল

10

রাঙ্গুনিয়া প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম। মাদরাসায় সেরা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদর্সাা, কলেজ রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজ। এছাড়া সেরা শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ে রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ আলম, মাদ্রাসায় রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার সহকারী মৌলভী মোহাম্মদ রহমত উল্লাহ, কলেজে রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রভাষক বিশ্বজিৎ রায় চৌধুরী । কলেজে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছরোয়ার ছালেক সিকদার, মাদ্রাসায় রাণীরহাট আল্ আমিন হামেদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া সেরা স্কাউট শিক্ষক, শিক্ষার্থী, গার্ল গাইড্স শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত করা হয়। সোমবার (২৯ এপ্রিল) জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি রাঙ্গুনিয়ার আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহবুব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।