রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

2

ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় পাড়া-মহল্লায় সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠনের ভূমিকা অপরিসীম। প্রতিটি পাড়া মহল্লায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের মতো সামাজিক ও ক্রীড়া সংগঠন গড়ে তোলা প্রয়োজন। বর্তমানে তরুণ ও যুব সমাজের মধ্যে খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডের চেয়েও মোবাইল আসক্তি মারাত্মক আকার ধারণ করেছে। যার প্রভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে যুব সমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ার আশংকা রয়েছে। গতকাল রাঙ্গুনিয়ার কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী, মে দিবস উদযাপন ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব এসব কথা বলেন। পোমরা উচ্চ বিদ্যালয়ের হল রুমে কর্ণফুলী ক্রীড়া পরিষদ’র আহŸায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন সাবেক ফুটবলার সমবায় অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন ও বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ শওকত হোসেন পিপিএম, স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্টপোষক মুহাম্মদ আব্দুল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু, শেখ রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পৃষ্টপোষক এমরুল করিম রাশেদ, পোমরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফজল আহমদ কন্ট্রাক্টর, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তৌহিদুল ইসলাম টিপু, বাংলাদেশ স্পোটর্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আকাশ আহমেদ, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান, তানসেন বড়–য়া, ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ রাশেদ, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি, প্রধান উপদেষ্টা মো. নাসির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক মো. মাসুদ করিম সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুনুল হক, মো. হাশেম, মো. সাদ্দাম হোসেন, মো. আইয়ুব আলী। অনুষ্ঠানে ৩ অসহায় ব্যক্তিকে নগদ ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থ সহায়তা এবং বিভিন্ন ক্যাটাগরির ২০ জন শ্রমিকের মধ্যে কাপড় বিতরণ করা হয়। ক্রীড়া সংগঠক মুহাম্মদ আব্দুল আল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রধান সমন্বয়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক, সহ সাংগঠনিক সম্পাক মুহাম্মদ আবু বক্কর, দপ্তর সম্পাদক মুহাম্মদ কামাল, জামাল উদ্দিন মুহিত, খোরশেদ আলম, ফরিদ আহাম্মদ, সৈয়দ মোহাম্মদ ফিরোজ উদ্দিন, আল হাসান মঞ্জু, মাস্টার আব্বাস আলী মুন্না প্রমুখ। বিজ্ঞপ্তি