রাঙ্গুনিয়া ক্লাবের তফসিল ঘোষণা, ২৯ জুন ভোট গ্রহণ

5

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া ক্লাবের কার্যকরী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিলে আগামী ২৯ জুন ভোট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বুধবার (২২ মে) সকালে রাঙ্গুনিয়া ক্লাবের হলরুমে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আগামী ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ, ৬ জুন জমা, ৯ জুন যাচাই-বাছাই, ১২ জুন বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার, ১৩ জুন প্রতিক বরাদ্দ, ১৪ থেকে ২৭ জুন রাত ১২টা ১ মিনিট পর্যন্ত নির্বাচনী প্রচারণা এবং ২৯ জুন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে, ২৭৭ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী, প্রমোদ বরন বড়ুয়া, মোজাহেরুল ইসলাম তালুকদার, আকতার হোসেন খান, ক্লাবের বর্তমান সভাপতি মোফিজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী প্রমুখ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।