রাঙ্গুনিয়ার দুই থানার কার্যক্রম শুরু

3

রাঙ্গুনিয়া প্রতিনিধি

অবশেষে পুরোদমে কার্যক্রম শুরু হল রাঙ্গুনিয়ার দুই থানার। গেল শনিবার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কার্যক্রম শুরু হলেও বন্ধ ছিলো রাঙ্গুনিয়া মডেল থানা। তবে সেটিও গেল সোমবার চালু হয়। এখন রাঙ্গুনিয়ার এই দুই থানায় নেয়া হচ্ছে মামলা, জিডি ও অভিযোগ। এদিকে থানার কার্যক্রম পুনরায় চালু হওয়ার পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় বিভিন্ন সংগঠনকে।
গতকাল বুধবার সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবক মহল।এদিন শিক্ষার্থীরা সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রমও চালান। পরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে থানার পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। এসময় থানা পুলিশরা নিষ্ঠার সাথে চাপমুক্তভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এসময় থানার সেকেন্ড অফিসার অঞ্জন কুমার দাশসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছানের নেতৃত্বে প্রতিনিধিদল রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে তাদের স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা ইসলামী ফ্রন্ট সভাপতি আলহাজ্ব আবদুর রহমান জামী, সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন নেজামী, কোরবান আলী নুরী, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, কোরবান আলী নুরী, দিদারুল আলম, যুবসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ্, শহীদুল ইসলাম খোকন,রবিউল মোস্তফা রাফি, জয়নাল আবেদীন, তারেকুল ইসলাম, জামাল উদ্দিন, সাদ্দাম হোসেন প্রমুখ।