রাঙ্গুনিয়ায় সরকারি বনের ২৫টি গাছ কেটে বিক্রি!

4

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রাম উত্তর বনবিভাগের রাঙ্গুনিয়ার ইছামতী রেঞ্জের ২৫টি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। গাছ কাটার খবরে গতকাল বুধবার বিকালে অভিযান চালিয়ে ১৭টি গাছ জব্দ করেছে বনবিভাগের লোকজন। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তারা।
বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদারপাড় এলাকার বগাবিলী বিট অফিসের পাশেই বনবিভাগের জায়গায় সৃজিত আম, জাম, মেহগনি, গামারী, গর্জনসহ একাধিক গাছ বিক্রি করেছে মহসিনুল হক প্রকাশ বিচু ও মোহাম্মদ হোসেন নামে দুই ভাই। কাউখালী রাস্তারমাথা এলাকার রাশেদ ও তার সহযোগীরা গাছগুলো কিনে নিয়ে কর্তন শুরু করে। গতকাল বুধবার ২৫টি গাছ কর্তন করে নেয় তারা। বনাঞ্চল উজাড় করে গাছ কাটার খবরে বনবিভাগের লোকজন অভিযান চালিয়ে ১৭টি গাছ জব্দ করে। এ সময় গাছ কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়।
ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, বনবিভাগের জায়গায় সৃজিত একাধিক গাছ কেটে সাবাড় করছিলো সংঘবদ্ধ বনখেকোরা। খবর পেয়ে অভিযানে গেলে বনবিভাগের লোকজনের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে বনখেকোরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১৭টি মূল্যবান গর্জন, গামারী ও মেহগনি গাছ জব্দ করা হয়। বাকী গাছগুলো আম-জাম প্রজাতীর হওয়ায় আনা হয়নি। জব্দ করা গাছের মধ্যে দুয়েকটি ছাড়া বাকীগুলো জ্বালানী প্রকৃতির। গাছ কাটার সাথে জড়িতদের দাবি তাদের পূর্বপুরুষ গাছগুলো সৃজন করেছিলো। কিন্তু বনবিভাগের জায়গার উপর থাকা গাছগুলোর মালিক বনবিভাগ। তাই এসব কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।