রাঙ্গুনিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণ করা হলো ৫০০ বৃক্ষ

3

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ শতাধিক বৃক্ষ রোপণ করেছে তিন শতাধিক শিশু-কিশোর-কিশোরী। গতকাল সোমবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ফলদ, বনজ ও ভেষজ জাতের বৃক্ষ রোপণ করা হয়। এসময় কর্মসূচিতে শিশুদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন। তাঁরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানান এবং দেশের সবাইকে গাছ লাগানোর আহŸান জানান। এই উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, ন্যাশনাল ব্যাংক রোয়াজারহাট শাখার ম্যানেজার আবদুল কাদের, কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, পৌর কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, দিলু আক্তার, ব্যবসায়ী নেতা রাসেল চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, নাসির উদ্দিন, লোকমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, দীপংকর বড়ুয়া, আজিজুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, গাছ রোপণের জন্য শিশুদের বেশি উৎসাহিত করতে হবে। শিশুদের প্রকৃতির কাজে ফেরাতে পারলে এক দিকে যেমন ভার্চুয়াল আসক্তি কমানো যাবে, তেমনি এই প্রজন্ম বুঝতে শিখবে কীভাবে ও কেন গাছ বেশি বেশি রোপণ করা প্রয়োজন। শিশুদের শিক্ষার পাশাপাশি স্কুল প্রাঙ্গণে কিংবা নিজ বাড়ির আঙিনায় গাছ রোপণ করলে তারা প্রতিদিন গাছের পরিচর্যা করবে এবং বৃক্ষরোপণে উৎসাহিত হবেন। শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিশুদের মাঝে গাছের চারা রোপণ করা হয়।
উল্লেখ্য; চলতি মৌসুমে রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে ১৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। স¤প্রতি রাঙ্গুনিয়ায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।